দরবারে আউলিয়া মহান সুরেশ্বর দরবার শরীফ
মাহতারাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু । অগণিত হামদ এবং শোকরানা সেজদা পেশ করছি আল্লাহ্ রাব্বোল এজ্জতের বারেগাহে, অগণিত ছালাত ও ছালামের নযরানা নিবেদন করছি ছরওয়ারে দো’আলম নবীয়ে দোজাহাঁ হযরত মোহাম্মাদুর রাছুলোল্লাহ্ ছাল্লালাহু আলাইহে ওয়া ছাল্লামের নূরোন আলা-নূর কদমপাকে, অসংখ্য দরূদ, ফাতেহা ও এখলাছ এর নযরানা নিবেদন করছি হযরত শাহানশাহে ত্বরিকৎ কোতবোল এরশাদ ছোলতানোল আউলিয়া মাওহেদীন ওয়াল কামেলীন ও আশেকীন হযরত মাওলানা শাহ্ সূফী আহম্মদ আলী জানশরীফ শাহ্ বাবা সুরেশ্বরী (রহঃ) এর খেদমতে। আমাদের ক্বেবলায়ে দিল, ক্বাবায়ে জান, মোর্শেদে বরহক্ মাওলানা শাহ্ সূফী বাবা জালাল নূরী ক্বেবলায়ে ক্বাবা (রহঃ) এর নূরী পাক চরণে অগণিত ছালাম, দরূদ ও ফাতেহার নযরানার সাথে ভক্তি নিবেদন করছি তাঁর অফুরন্ত এনায়েতের জন্য।