দরবারে আউলিয়া মহান সুরেশ্বর দরবার শরীফ
মাহতারাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু । অগণিত হামদ এবং শোকরানা সেজদা পেশ করছি আল্লাহ্ রাব্বোল এজ্জতের বারেগাহে, অগণিত ছালাত ও ছালামের নযরানা নিবেদন করছি ছরওয়ারে দো’আলম নবীয়ে দোজাহাঁ হযরত মোহাম্মাদুর রাছুলোল্লাহ্ ছাল্লালাহু আলাইহে ওয়া ছাল্লামের নূরোন আলা-নূর কদমপাকে, অসংখ্য দরূদ, ফাতেহা ও এখলাছ এর নযরানা নিবেদন করছি হযরত শাহানশাহে ত্বরিকৎ কোতবোল এরশাদ ছোলতানোল আউলিয়া মাওহেদীন ওয়াল কামেলীন ও আশেকীন হযরত মাওলানা শাহ্ সূফী আহম্মদ আলী জানশরীফ শাহ্ বাবা সুরেশ্বরী (রঃ) এর খেদমতে। আমাদের ক্বেবলায়ে দিল, ক্বাবায়ে জান, মোর্শেদে বরহক্ মাওলানা শাহ্ সূফী বাবা জালাল নূরী ক্বেবলায়ে ক্বাবা (রঃ) এর নূরী পাক চরণে অগণিত ছালাম, দরূদ ও ফাতেহার নযরানার সাথে ভক্তি নিবেদন করছি তাঁর অফুরন্ত এনায়েতের জন্য।







শাহ্ সূফী সাইয়েদ আলম নূরী আল্ সুরেশ্বরী
মোন্তাজীমে গদীনশীন
মহান সুরেশ্বর দরবার শরীফ, নড়িয়া, শরীয়তপুর।
সভাপতি
আশিক্কীনে আউলিয়া ঐক্য পরিষদ বাংলাদেশ।

সুরেশ্বরী নূরী জালালিয়া আস্তানা শরীফ
মহান সুরেশ্বর দরবার শরীফ, নড়িয়া, শরীয়তপুর।

বাগে সুরেশ্বরী
কুচিয়ামারা, আব্দুল্লাহপুর, কেরানীগঞ্জ, ঢাকা।
মাসিক মাহফিল প্রতি ইংরেজি মাসের ৯ তারিখ ।

খানকায়ে সুরেশ্বরীয়া
খাজা সুপার মার্কেট, চকবাজার, ঢাকা।
সাপ্তাহিক মাহফিলঃ প্রতি বৃহঃস্পতিবার ।
সুরেশ্বরী কিবলা কা’বার সংক্ষিপ্ত জীবনী
হযরত গাউছে আজম শাহানশাহে বাগদাদী (রহঃ) ও হযরত খাজায়ে খাজেগা শাহানশাহে চিশ্তী আজমেরী (রহঃ) রূহানীয়াত কর্তৃক প্রজ্জ্বলিত অনির্বাণ প্রদীপ ও হযরত এবনে আরাবী প্রকাশিত তৌহীদের জ্ঞানধারা হযরত জালাল উদ্দিন রুমী (রহঃ) হযরত ফরিদউদ্দিন আত্তার (রহঃ) এবং হযরত বু-আলী শাহ্ কলন্দর (রহঃ) ও হযরত শামছে তাবরেজের রূহানী- বাঁশরী এবং ইসলামী তাছউফ সাগরের মহামূল্য রত্নরাজী আহরণকারী ডুবুরী হযরত খিজির (আঃ)-এর ছিনার ইলমে লাদুনী লাভকারী আউলীয়া কুল-গৌরব রবি হযরত মাওলানা শাহ্ আহমদ আলী ওরফে হযরত জানশরীফ শাহ্ সুরেশ্বরী কিবলা কা’বা কুদ্দুছুছ র্ছিরাহু হযরত শাহ সূফী মেহেরউল্লাহ্ (রহঃ) এর ঔরসে বাংলা ১২৬৩ সনে ২রা অগ্রহায়ণ ভূমিষ্ঠ হয়ে ধরাকে ধন্য ও সুরেশ্বরকে তীর্থভূমিতে এবং সুরেশ্বরের মাটিকে খোদা প্রেমিকগণের চোখের সুরমাতে পরিণত করেছেন। এ সুরেশ্বর গ্রাম আধ্যাত্বিক রাজ্যেও কুতুবুল এরশাদ হযরত জানশরীফ শাহ্ সুরেশ্বরী কিবলা কা’বা (রহঃ) আগমনে জগতে প্রসিদ্ধ হয়ে আছে। সুলতানূল আউলীয়া, কুতুবুল এরশাদ হযরত শাহ সূফী মাওলানা আহমদ আলী ওরফে হযরত মাওলানা জানশরীফ শাহ্ সুরেশ্বরী নূরোল্লাহে (রহঃ) সর্বত্র আপামর জনসাধারণের নিকট হযরত সুরেশ্বরী নামেই সুপরিচিত ও প্রখ্যাত হয়ে আছেন।
বেলায়েত গগণের মধ্যাহ্ন সূর্য হযরত সুরেশ্বরী কিবলা কা’বা (রহঃ) পিতা হযরত শাহ্ সূফী মেহেরউল্লাহ্ শরীফ (রহঃ) দেশ-দেশান্তরে সূফী সাহেব নামে প্রখ্যাত ছিলেন। কঠোর রেয়াজতকারী সাধক হযরত সূফী সাহেব সর্বত্র আবালবৃদ্ধ বণিতার নিকট অত্যন্ত শ্রদ্ধাবান ব্যক্তি ছিলেন এবং এখনও মানুষ তাঁকে অত্যন্ত সম্মান ও শ্রদ্ধার সাথে স্মরণ করে। কথিত আছে, সূফী সাহেবের গাভী অপরের ক্ষেতের গাস বা ফসলাদি ভক্ষণ করলে, তিনি তিন দিন যাবত ঐ গাভীর দুগ্ধ পান করতেন না এবং পরিবারের কাউকেও তা পান করতে দিতেন না। গাভীর দুগ্ধ দোহন করে যার ক্ষেতের ঘাস বা ফসল খেয়েছে তার বাড়ীতে পাঠিয়ে দিতেন। তিনি অত্যন্ত সাধারণ আহার করতেন, সারা জীবন তিনি এক প্রকার ব্যঞ্জন দ্বারা আহার করেছেন! এ সূফী সাধক ১১০ মতান্তরে ১২০ বৎসর বয়সে এন্তেকাল করেন। বিস্তারিত পড়ুন>
সুফী ফতেহ আলী ওয়াইছি (রহঃ) পাকের ওয়েবসাইট দেখতে ভিজিট করুনঃ

কালামে সুরেশ্বরী
হযরত সুরেশ্বরী ক্বিবলা কা’বা ছিলেন অত্যন্ত বুৎপত্তিময় কবি ও লেখক। তাঁহার রচিত বাংলা ও উর্দু কিতাবগুলি মারেফত রাজ্যের এক বিশাল ভান্ডার। গ্রন্থসমূহ রচনায় জলের মত তিনি ব্যবহার করিয়াছেন আরবী-ফার্সী-উর্দু এবং বাংলা ভাষাকে। বাংলায় রচিত কিতাবসমূহে যেমন মরমী মুর্শীদী কাব্যের সহজ ও সরলতম বুলি অর্নগল বলিয়া গিয়াছেন তেমনি উর্দু ভাষায়ও সুকঠিন বিষয়াদিকে বয়ান করিয়াছেন সাবলীল গতিতে।

বাৎসরিক উরস শরীফ
বাবা জালাল নূরী ক্বেবলা কা’বা (রঃ) এর প্রতিষ্ঠিত
দরবেশী সম্মেলন
১৮, ১৯ ও ২০ জৈষ্ঠ্য
বাবা শাহ্ নূরী ক্বেবলা কা’বা (রঃ) এর
পবিত্র ওফাৎ দিবস
উপলক্ষে উরসঃ ৪ঠা ও ৫ই ভাদ্র
বাবা জালাল নূরী ক্বেবলা কা’বা (রঃ) এর
পবিত্র জন্মদিন
উপলক্ষে উরসঃ ৭ ও ৮ই কার্তিক
বাবা সুরেশ্বরী ক্বেবলা কা’বা (রঃ) এর
মহা পবিত্র জন্ম ও ওফাৎ দিবস
উপলক্ষে উরসঃ ১ লা, ২রা ও ৩রা অগ্রহায়ণ
বাবা জালাল নূরী ক্বেবলা কা’বা (রঃ) এর
পবিত্র ওফাৎ দিবস
উপলক্ষে উরসঃ ২৪ ও ২৫ ও শে ফাল্গুন
পবিত্র নিশান মোবারক
উত্তোলন
৫ই মাঘ
বাবা সুরেশ্বরী ক্বেবলা কা’বা (রঃ) এর প্রতিষ্ঠিত
বাৎসরিক উরস শরীফ
উপলক্ষে উরসঃ ১৮, ১৯ ও ২০ শে মাঘ