১৯৭১ খ্রীষ্টাব্দের ২৫শে অক্টোবর ইরানের রাজসিংহাসনের ২৫০০তম সমাবর্তন অনুষ্ঠিত হয় বাংলাদেশের ঢাকা ইসলামিক ফাউন্ডেশনে তত্ত্ববধানে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রখ্যাত উপাচার্য অধ্যাপক ডঃ সাইয়েদ মোহাম্মদ সাজ্বাদ হোসেন তাঁহার ভাষণে হযরত ওয়াইসী লিখিত “দিওয়ানে ওয়াইসী’র” কবিতা সমূহে গুরুত্বের প্রতি সকলের দৃষ্টি আকর্ষণ করেন। সে সময় বাঙালি সমাজ ফার্সী ভাষার দ্বারা বিশেষ ভাবে প্রভাবিক হয় তিনি সে কথা উল্লেখ করেন। “দিওয়ানে ওয়াইসী” ফার্সী ভাষার উন্নতি বিধানের যে তাৎপর্য বহন করে আনে তা এক উজ্জ্বল দৃষ্টান্ত। অধ্যাপক ডঃ হাসানের ভাষণ ইংরেজি সংবাদপত্রে প্রকাশিত হয়। হযরত ওয়াইসী পৌত্র ঢাকা হাইকোর্টের সিনিয়র এ্যাডভোকেট সাইয়েদ জানে আলম সাহেব ঐ সম্মেলনে উপস্থিত ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য জনাব সাইয়েদ সাজ্বাদ হোসেন মারফৎ মহামান্য ইরানের শাহ্ কে ‘দিওয়ানে ওয়াইসী’র’ একটি খন্ড স্বরূপ প্রদান করেন।

মহাকাব্য ‘দিওয়ানে ওয়াইসী’ ইরানের সম্রাট ও তাঁহার পত্নী রাণী ফারাদিবাকে প্রদান করা হয়। তাঁহারা সেই সম্মানীয় উপহার গ্রহণ করেন। বাংলাদেশ থেকে ইরানে প্রত্যাবর্তন করে সম্রাট ও তাঁহার পত্নী গ্রন্থটির স্বীকৃতির করে প্রভুত প্রশংসা করেন এবং কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করে একটি পত্র লেখেন।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *