মহান সুরেশ্বর দরবার শরীফে প্রতি বৎসর যে সকল পবিত্র উরস শরীফ অনুষ্ঠিত হয়।

(লোকনাথ পঞ্জিকা মতে বাংলা মাসের হিসাব করা হয়েছে)

১)বাবা জালাল নূরী ক্বেবলা কা’বা (রঃ) এর প্রতিষ্ঠিত দরবেশী সম্মেলন। ১৮, ১৯ ও ২০ জৈষ্ঠ্য 

২)বাবা শাহ্ নূরী ক্বেবলা কা’বা (রঃ) এর পবিত্র ওফাৎ দিবস।৪ঠা ও ৫ই ভাদ্র 

৩)বাবা জালাল নূরী ক্বেবলা কা’বা (রঃ) এর পবিত্র জন্মদিন। ৭ ও ৮ই কার্তিক

৪)বাবা সুরেশ্বরী ক্বেবলা কা’বা (রঃ) এর মহা পবিত্র জন্ম ও ওফাৎ একই দিন।১লা, ২রা ও ৩রা অগ্রহায়ণ 

৫)পবিত্র নিশান মোবারক উত্তোলন। ৫ই মাঘ 

৬)বাবা সুরেশ্বরী ক্বেবলা কা’বা (রঃ) এর প্রতিষ্ঠিত বাৎসরিক উরস শরীফ।১৮, ১৯ ও ২০শে মাঘ

৭)বাবা জালাল নূরী ক্বেবলা কা’বা (রঃ) এর পবিত্র ওফাৎ দিবস।২৪ ও ২৫শে ফাল্গুন

Loading