দরবারে আউলিয়া মহান সূরেশ্বর দরবার শরীফের পবিত্র শাজরা বা সনদনামা
১। আশরাফুল মাখলুকাত আফজালুল আম্বিয়া ওয়াররসুল রাহমাতুল্লীল আলামীন হযরত আহম্মদ মুজতবা মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া আলিহী ওয়া আসহাবিহী ওয়া বারিক ওয়া সাল্লিম । ৫৭০ খ্রীষ্টাব্দে মক্কা শরীফে জন্মগ্রহণ করেন। তিঁনি ৬৩৩ খ্রীষ্টাব্দের ১২ই রবিউল আউয়াল মাসে মদিনা শরীফে রেহলৎ ফরমান। তিঁনার পবিত্র রওজা মোবারক – জান্নাতুল বাকী, মদীনা মোনাওয়ারা ।
২। আছহাবে রাছুল (দঃ) আমিরুল মুমেনীন খলিফাতুল মোছলেমীন হযরত আবুবকর সিদ্দিক (রা:) ১৪ ই হিজরী ২১ শে জমাদিউসসানী এন্তেকাল করেন। মাজার শরীফ মদীনা মোনাওয়ারা ।
৩। তাঁহার মুরীদ হযরত সালামান ফারসী (রা:) । তিনি ২৫০ বৎসর বয়সে (মতান্তরে ৩৫ বৎসর ) ৩৩ হিজরীতে এন্তেকাল করেন।
৪। তাঁহার মুরীদ তাবেঈনদের প্রথম সারির আলোচিত ব্যক্তিত্ব হযরত এমাম কাছেম ইবনে মুহাম্মদ ইবনে আবু বকর (রা:) । তিঁনি রইছোল ফোকাহা ছিলেন। তিঁনি ১৭৭ হিজরীতে এন্তেকাল করেন।তিঁনার মাজার শরীফ মক্কা ও মদিনা শরীফের মধ্যবর্তী স্থানে ।
৫। তাঁহার মুরীদ ইমামুল আজম হযরত এমাম জাফর সাদেক (রাঃ)। তিঁনি হিজরী ৮০ সনের ১৭ ই রবিউল আউয়লি জন্মগ্রহণ করেন । (মতান্তরে ৮ই রমজান) – মদীনা শরীফ ।
৬। তাঁহার মুরীদ ও পুত্র হযরত এমাম মুছা কাজেম (রাঃ)। তিঁনি ১২৮ হিজরী সনের ৬ই সফর জন্মগ্রহণ করেন এবং ২২৩ হিজরী সনের ২৫ শে রজব এন্তেকাল করেন।তিঁনার মাজার শরীফ বাগদাদ ।
৭। তাঁহার মুরীদ ও পুত্র হযরত এমাম আলী রেজা (রাঃ)। তিঁনি ১৫৩ হিজরী সনে জন্মগ্রহণ করেন এবং ২০৩ হিজরী সনে এন্তেকাল করেন।তিঁনার মাজার শরীফ মদিনা মোনাওয়ারা ।
৮। তাঁহার মুরীদ হযরত মাওলানা মারুফ কুরখী (রাঃ) । তিঁনি ২৫৩ হিজরী সনে এন্তেকাল করেন। তিঁনার মাজার শরীফ বাগদাদ ।
৯। তাঁহার মুরীদ হযরত মাওলানা শেখ ছররি ছকতি (রাঃ)। তিঁনি ২০৭ হিজরী সনে জন্মগ্রহণ করেন এবং ৩৪৩ হিজরী সনে এন্তেকাল করেন। তিঁনার মাজার শরীফ বাগদাদ ।
১০। তাঁহার মুরীদ হযরত মাওলানা জোনায়েদ বোগদাদী (রাঃ) তিঁনি ২৯৭ হিজরী সনে রজব মাসে এন্তেকাল করেন। তিঁনার মাজার শরীফ বাগদাদ
১১। তাঁহার মুরীদ হযরত মাওলানা আবুবকর শিবলী (রাঃ) ।
১২। তাঁহার মুরীদ হযরত মাওলানা আবুল কাছেম নছরবাদী (রা) মাকান নেশাপুর। তিঁনি ৩২৭ হিজরী তে জন্মগ্রহণ করেন। তিঁনার মাজার শরীফ মক্কা মুয়াজ্জমা।
১৩। তাঁহার মুরীদ হযরত মাওলানা আবু আলী দাক্কাল (রাঃ)। তিঁনি ৪০৫ হিজরী সনের জেলকদ্ মাসে এন্তেকাল করেন। তিঁনার মাজার শরীফ নেশাপুর।
১৪। তাঁহার মুরীদ হযরত মাওলানা আবুল কাছেম কোশায়রী (রাঃ)। তিঁনি ২৭৬ হিজরী তে জন্মগ্রহণ করেন এবং ৪৬৫ হিজরীতে এন্তেকাল করেন। তিঁনার মাজার শরীফ নেশাপুর।
এর 3
১৫। তাঁহার মুরীদ হযরত মাওলানা আবু আলী ফরমুদী (রাঃ) ।
১৬। তাঁহার মুরীদ হযরত খাজা ইউছুফ হামদানী (রাঃ)।মাকান হামদান । তিনি ৪৪০ হিজরী জন্মগ্রহণ করেন ।
১৭। তাঁহার মুরীদ হযরত মাওলানা খাজায়ে খাজেগান আবদুল খালেক গেজদেওয়ানী (রাঃ) ।
১৮। তাঁহার মুরীদ হযরত মাওলানা খাজা আরিফ রেউগিরী (রাঃ) মাকান রেউগির। তিনি ৬১৬ হিজরী ১ লা শাওয়াল এন্তেকাল করেন।
১৯। তাঁহার মুরীদ হযরত মাওলানা খাজা মাহমুদ আন্জীর ফাগনূভী (রাঃ)। তিনি ৭১৬ হিজরী ১৭ ই রবিউল আউয়াল এন্তেকাল করেন।
২০। তাঁহার মুরীদ হযরত মাওলানা খাজা আজিজানে আলী রমিতনী (রাঃ) মাকান রমিতন। তিনি ৬৯১ হিজরী তে জন্মগ্রহণ করেন ও ৭২১ হিজরী ২৭ শে রমজান এন্তেকাল করেন। মাজার শরীফ খারিজম ।
২১। তাঁহার মুরীদ হযরত মাওলানা মুহাম্মদ বাবাই শাম্মাছী (রাঃ)। তিনি ৭৫৫ হিজরী তে এন্তেকাল করেন।
২২। তাঁহার মুরীদ হযরত মাওলানা শাহ্ আমীর কুলাল (রাঃ)। তিনি ৭৭২ হিজরী ১৫ ই জামাদিউচ্ছানি এন্তেকাল করেন।মাজার শরীফ রমিতনের নিকতবর্তী বুখারা।
২৩। তাঁহার মুরীদ হযরত মাওলানা মোহাম্মদ ইবনে আল্ বুখারী (রাঃ)। তিনি ৭১৮ হিজরী মহরম মাসে জন্ম গ্রহন করেন এবং ৭৯১ হিজরী, ওফাৎ- ৩রা রবিউল আউয়াল, মাজার শরীফ বুখারা হতে ৩ মাইল দুরে কাশবেই আরাকান ।
২৪। তাঁহার মুরীদ হযরত মাওলানা ইয়াকুব চরখী (রহ:) কু: সি: । মাকান কাবুল ও গজনীর মধ্যেবর্তী চারখ গ্রামে । ওফাৎ ৮৫১ হিজরী । মাজার শরীফ উয়ালকেনু ।
২৫। তাঁহার মুরীদ হযরত মাওলানা খাজা ওবাইদুল্লাহ আহরাব (রহ:) কু: সি: । মাজার শরীফ ওয়াকাশ , সমরখন্দ ।
২৬। তাঁহার মুরীদ জনাব হযরত মাওলানা যাহেদ (রহ:) । ওফাৎ ৯৩৬হিজরী , ১লা রবিউল আউয়াল , মাজার শরীফ ওয়াকশ ।
২৭। তাঁহার মুরীদ হযরত মাওলানা দরবেশ মোহাম্মদ (রহ:) কু: সু: । ওফাৎ-হিজরী, ৯৭০ হিজরী ১৯শে মুহাররম, মাজার শরীফ এছফেয়ার ।
২৮। তাঁহার মুরীদ ও পুত্র হযরত মাওলানা খাজাগী আমকাঙ্গী (রহ:) । জন্ম ৯১৮ হিজরী , ওফাৎ ১০০৮ হিজরী , ২২শে শাবান । মাজার শরীফ কসবা, আমকাঙ্গ, ভারত ।
তা 3 এর 3
২৯। তাঁহার মুরীদ দ্বীনের অপ্রতিদ্বন্দী ধারক ও বাহক হযরত মাওলানা মোহাম্মদ খাজা বাকি বিল্লাহ্ (রহ:) । জন্মস্থান কাবুল , নিবাস দিল্লী, জন্ম ৯৭১ হিজরী , (মতান্তরে ৯৭২হি:) ওফাৎ ১০১২ হিজরী, ২৫শে জমাদিউস সানী। মাজার শরীফ, দিল্লী ।
৩০। তাঁহার মুরীদ জনাব হযরত রাব্বানী, কাইয়ুম জামান, মুজাদ্দেদ আলফে সানি শায়খ আহমাদ ফারুক সেরহিন্দি (রহ:) কু: সি: । তিনি হযরত উমর (রহ:) এর বংশধর এই জন্য তাঁহাকে ফারুক এবং হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর ১০০০ বৎসর পরে দ্বীনে ত্বরিকত নতুন করে জাগরিত বলিয়া তাঁহাকে মুজাদ্দেদে আলফেসানী বলা হয় । জন্ম ৯৭১ হিজরী, মাজার শরীফ মদিনা সিরহিন্দ, ভারত ।
৩১। তাঁহার মুরীদ হযরত মাওলানা সৈয়দ আদম বন্ধুরী (রহ:) মাকান বন্দর , (বেনুর) ওফাৎ ১০৫৩ হিজরী, মাজার শরীফ মদীনা মুনাওয়ারা ।
৩২। তাঁহার মুরীদ হযরত মাওলানা শাহ্ সূফী সৈয়দ আবদুল্লাহ্ আগ্রাবাদী (রহ:) । মাকান ও মাজার শরীফ যমুনা নদীর পারে , আগ্রা, ভারত ।
৩৩। তাঁহার মুরীদ হযরত মাওলানা শাহ্ সূফী আবদুর রহিম মুহাদ্দিস দোহলভী (রহ;) তাঁহার মাজার শরীফ, দিল্লী ,ভারত ।
৩৪। তাঁহার মুরীদ এবং যোগ্য পুত্র হযরত শাহ্ ওয়ালি উল্লাহ্ মুহাদ্দিস দেহলভী (রহ:) কু: সি: । ইনি সুবিখ্যাত মুহাদ্দিস ছিলেন । জন্ম ১১১৮হিজরী , ৪ঠা শাওয়াল, ওফাৎ ১১৭৬ হিজরী , মাজার শরীফ দিল্লী, ভারত ।
৩৫। তাঁহার মুরীদ এবং বুযুর্গ সন্তান আলেমকুল শিরমণী এবং প্রখ্যাত মুহাদ্দিস হযরত মাওলানা শাহ্ আব্দুল আজিজ দেহলভী (রহ:) কু: সি: , জন্ম ১১৫৯ হিজরী, ওফাৎ ১২৩৯ হিজরী , ৭ই শাওয়াল । মাজার শরীফ দিল্লী , ভারত ।
৩৬। তাঁহার মুরীদ মাহবুবে সোবহানী হযরত মাওলানা সাইয়েদ আহম্মদ শাহীদ বেরলুভী (রহ:) । তিনি পাঞ্জাবের রাজা রনজিৎ সিংহের সহিত ধর্ম যুদ্ধে ১৪৬ হিজরী যিলকদ্ বালাকোট শহরে শহীদ হন ।
৩৭। তাঁহার মুরীদ হযরত মাওলানা শাহ্ সুফী নূর মোহাম্মদ নিজামপুরী (রহ:) , মাজার শরীফ – মালিয়াশ , থানা –মিরেরশ্বরাই, জেলা –চট্রগ্রাম , বাংলাদেশ ।
৩৮। তাঁহার মুরীদ আরেফ রাব্বনী , মাহবুবে সোবহানী, সৈয়্যেদুল মুরসালীন, কুতুবুল এরশাদ রাসুলেনোমা , আল্লামা, হযরত শাহ্ সুফী সৈয়্যেদ ফতেহ্ আলী ওয়সী রাহমাতুল্লাহী আলাইহী । ওফাৎ ১৩০৪ হি: ৮ই রবিউল আউয়াল ২০শে অগ্রাহায়ন ১২৯৩ বাংলা ৬ই ডিসেম্বর , ১৮৮৬ ইংরেজী ,রোজ রবিবার বৈকাল ৪:০০ ঘটিকা। মাজার শরীফ- ২৪/১, মুন্সিপাড়া লেন, মানিকতলা, কলিকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
৩৯। তাঁহার মুরীদ ও খলীফা , কুতুবুল এরশাদ , হাদিয়ে জামান, শামসুল ওলামা হযরত মাওলানা , মোর্শেদুনা, শাহ্ সূফী সাইয়েদ আহম্মদ আলী ওরফে হযরত মাওলানা শাহ্ সূফী সাইয়েদ জানশরীফ শাহ্ সূরেশ্বরী কুদ্দুসা ছেররুহুল আজিজ । জন্ম ১২৬৩ বাংলা, ওফাৎ ২রা অগ্রাহায়ন , বৈকাল ৫-১৫ ঘটিকা ১৩২৬ বাংলা । তাঁহার মাজার শরীফ দরবারে সুলতানুল আউলিয়া “মহান সূরেশ্বর দরবার শরীফ ”, নড়িয়া , শরীয়তপুর ।
৪০। তাঁহার পুত্র ও মুরীদ ইমামে ত্বরিকত, কুতুবে রাব্বানী , গাউসে সামদানী, হযরত মাওলানা, মোর্শেদুনা, শাহ্ সূফী সাইয়েদ আবদুল হাই (রহ:) । জন্ম – ১৮ই আশ্বিন ১৩০০ বাংলা , ওফাৎ ৫ই ভাদ্র, বৈকাল ৩-১৫ ঘটিকা, ১৩১৬ বাংলা সন । । তাহার মাজার শরীফ দরবারে সুলতানুল আউলিয়া “মহান সূরেশ্বর দরবার শরীফ ”, নড়িয়া , শরীয়তপুর ।
৪১। তাঁহার মুরীদ ও পুত্র সামছুল আরেফিন রফিকুচ্ছালেকীন হযরত মাওলানা সাইয়েদ শাহ্ সূফী জালাল নূরী (রহ:) আফিআনাহু । তিনি ১৩২৮ বাংলা সনের ৮ই কার্তিক জন্ম গ্রহন করেন এবং ১৪০৬ বাংলা সনের ২৫শে ফাল্গুন ৭৯ বৎসর হায়াৎ শরীফ লাভ করিয়া বেছালহক্ব প্রাপ্ত হন । তাহার মাজার শরীফ দরবারে সুলতানুল আউলিয়া “মহান সূরেশ্বর দরবার শরীফ ”, নড়িয়া , শরীয়তপুর ।
৪২ । তাঁহার মুরীদ ও পুত্র :
শাহ্ সূফী সাইয়েদ শাহ্ নূরে কামাল আল সূরেশ্বরী
শাহ্ সূফী সাইয়েদ শাহ্ নূরে বেলাল আল সূরেশ্বরী
শাহ্ সূফী সাইয়েদ শাহ্ নূরে ইকবাল আল সূরেশ্বরী
শাহ্ সূফী সাইয়েদ শাহ্ নূরে শাহানশাহ্ আল সূরেশ্বরী
শাহ্ সূফী সাইয়েদ শাহ্ নূরে আলমশাহ্ আল সূরেশ্বরী