হযরত বাবা ওয়াইসী পীর ক্বিবলার (রাঃ) দুই পুত্র এবং দুই কন্যা সন্তান জন্ম গ্রহন করিয়াছিলেন। তাঁহাদের মধ্যে শৈশবেই বেলায়েত ও কামালিয়াত প্রাপ্ত হইয়া তাঁহার দ্বিতীয় পুত্র হযরত শাহ্ সূফী সাইয়েদ আবদুল্লাহ আলী (রাঃ) ৭ বৎসর বয়সে এবং দ্বিতীয় কন্যা হযরত সাইয়েদা জোবেদা খাতুন (রাঃ) যিনি কোরআনে হাফেজা এবং আধ্যাত্মিক গুণ কারামতে অতুলনীয় হইয়া মাত্র ১২ বৎসর বয়সে পরলোক গমন করেন। জীবিত প্রথম পুত্র হযরত শাহ্ সূফী সাইয়েদ গোলাম মোস্তফা আলী (রাঃ) সাহেব উচ্চ শিক্ষিত বেলায়েত প্রাপ্ত কামেল অলি ছিলেন। তাঁহার দুই পুত্র ও দুই কন্যা জন্ম গ্রহণ করিয়াছিলেন। প্রথম সন্তান হযরত শাহ্ সূফী সাইয়েদ মাসউদুর রহমান (রাঃ) সাহেব, দ্বিতীয় সন্তান হযরত সাইয়েদা তামান্না খাতুন (রাঃ), তৃতীয় সন্তান আলহাজ্জ্ব হযরত শাহ্ সূফী সাইয়েদ মুহাম্মদ জানে আলম সাহেব (রাঃ) যিনি “দিওয়ানে ওয়াইসী” কিতাবের স্বার্থক অনুবাদক এবং সর্ব কনিষ্ঠা কন্যা সন্তান হযরত সাইয়েদা ফাতিমা খাতুন (রাঃ) অতি অল্প বয়সেই বেলায়েত ও কামলিয়াত প্রাপ্ত হন।

রাসূলেনোমা আল্লামা হযরত শাহ্ সূফী সাইয়েদ ফতেহ্ আলী ওয়াইসী (রাঃ)-এর সন্তানদের মধ্যে প্রথম কন্যা হযরত সাইয়েদা জোহরা খাতুন যিনি মুর্শিদাবাদ জেলার শাহ্পুরে বসবাস করিতেন। তাঁহাকে রাবেয়া-ই-বাংলা বা বাংলার ‘রাবেয়া বস্রী’ বলা হইত। তিনি দোর্রে মকমুম’ বা ‘গুপ্ত মতি’ নামেও অভিহিত হন। তাঁহার পবিত্র মাজার শরীফ শাহ্পুরে নিজ বাড়ীতে অবস্থিত। তাঁহার দুই কন্যা হযরত সাইয়েদা সিদ্দিকা খাতুন (রাঃ), হযরত সাইয়েদা হাজেরা খাতুন (রাঃ) ও একমাত্র পুত্র হযরত মাওলানা শাহ্ সূফী সাইয়েদ এহসান আহমদ মাসুম (রাঃ)। হযরত শাহ্ সূফী সাইয়েদ আহমদ মাসুম (রাঃ) এর চার পুত্র ও পাঁচ কন্যা। তম্মধ্যে প্রথম পুত্র শৈশবে ইন্তেকাল করেন। দ্বিতীয় পুত্র শাহ্ সূফী সাইয়েদ আবদুল মতিন জাহাঙ্গীর (রাঃ)-এর চার পুত্র ও তিন কন্যা। তাঁহার পবিত্র মাজার শরীফ শেরখালী, শাহাজাদপুর, জেলাঃ সিরাজগঞ্জ। তাঁহার পরিবারবর্গ মাজার শরীফ সংলগ্ন নিজ বসবাস করিতেছেন। তৃতীয় পুত্র শাহ্ সূফী সাইয়েদ ফেরদৌস আহমেদ (মাঃজিঃআঃ)-এর এক পুত্র ও কন্যা। তিনি সপরিবারে রামচন্দ্রপুর, মিরেরচক মসজিদের দক্ষিণে, জেলাঃ রাজশাহীতে বসবাস করিতেছেন। চতুর্থ পুত্র শাহ্ সূফী সাইয়েদ আবুল বাশার (মাঃজিঃআঃ)-এর দুই পুত্র, তিনি শেরখালী শাহাজাদপুর, জেলাঃ সিরাজগঞ্জে বসবাস করেন তাঁহার সকলেই হযরত বাবা ওয়াইসী পীর ক্বিবলার (রাঃ) ত্বরিকার সিলসিলা অনুযায়ী কার্যক্রম চালাইয়া আসিতেছেন। হযরত সাইয়েদা জোহরা খাতুন (রাঃ)-এর প্রথম কন্যা সাইয়েদা সালেহা বেগম (রাঃ), দ্বিতীয় কন্যা সাইয়েদা এলডিস বেগম (রাঃ), তৃতীয় কন্যা সাইয়েদা হালিমা বেগম (রাঃ), চতুর্থ কন্যা সাইয়েদা নাসিমা (রাঃ), পঞ্চম কন্যা আঙ্গুরা বেগম (রাঃ)।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *