কুতুবুর রব্বানী হযরত শাহ্ সূফী সাইয়েদ আব্দুল হাই ওরফে নূরী শাহ্ বাবা ছিলেন সুরেশ্বরী ক্বিবলার জৈষ্ঠপুত্র। তিনি কলিকাতা আলিয়া মাদ্রাসা হইতে উচ্চ শিক্ষা লাভ করেন। উর্দু, আরবী এবং ফার্সী ভাষার উপর তাহার অগাধ ব্যুৎপত্তি ছিল। হযরত সুরেশ্বরী ক্বিবলা কা’বার বেছাল হক্ব গ্রহণ করিবার এক বছর আগে মোতাবেক বাংলা ১৩২৫ সনের ২০শে মাঘ পবিত্র উরসের দিনে তিনি তাহার জৈষ্ঠ পুত্র হযরত শাহ্ সূফী সাইয়েদ নূরী শাহ্ বাবাকে তাহার স্থলাভিষিক্ত করিয়া যান। তিনি তাঁহার ভক্ত মুরিদদের উদ্দেশ্যে বলিয়াছিলেন, আজ হইতে নূরী শাহ্কে আমার জাহের ও বাতেনের সমস্ত দায়িত্ব দান করতঃ তাহার ভিতরে নূরের বাতি প্রজ্জলিত করিয়া গেলাম।

অলিয়ে কামেল হযরত শাহ্ সূফী সাইয়েদ নূরী শাহ্ বাবা জাহের বাতেনে পূর্ণ যোগ্যতার সহিত পিতার ত্বরিকার ব্যাপক প্রচার ও প্রসার ঘটান এবং দরবারে সুলতানুল আউলিয়া সুরেশ্বর দ্বায়রা শরীফের তত্বাবধান ও দারবারিক যাবতীয় দায়িত্ব সমূহ অত্যন্ত যোগ্যতার সহিত পালন করিয়াছেন। তিনি হাজার হাজার ভক্ত ও মুরিদদের শোক সাাগরে ভাসাইয়া ১৩৬১ সনের ৫ই ভাদ্র ইহলোকের মায়া ত্যাগ করেন।  

Loading